ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

বরিশালে ২য় ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার জন

বরিশালে ২য় ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার জন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিভাগে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৭১০ জন। 


অপরদিকে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ২০ হাজার ৩৪০ জন।  


স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ লাখ ৮৮ হাজার ৭২৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ১৭ হাজার ৮১৮ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ৮ হাজার ৭৮ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ২০ হাজার ১০৭ জন।

ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৫০৪ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৯ হাজার ২৩৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ লাখ ৭৩ হাজার ৯৮৯ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ২০৪ জন। 

রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ১০ হাজার ২৩৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৬৩ হাজার ৯৬৭ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬৫০ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৩০২ জন, প্রথম ডোজ ৭ লাখ ৩১ হাজার ৮৯ জন। 

বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৭১০ জন, প্রথম ডোজ ২ লাখ ২০ হাজার ৩৪০ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২০ হাজার ৭৩৮ জন, প্রথম ডোজ ৩ লাখ ১ হাজার ১৫৬ জন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ