ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

গায়েহলুদের দিনে কনের মৃত্যু

গায়েহলুদের দিনে কনের মৃত্যু
সুইটি আক্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিয়েবাড়িতে সব ঠিকঠাক চলছিল। ইতোমধ্যে আত্মীয়স্বজন, প্রতিবেশী সবাই হাসিমুখে বিয়ের প্রস্তুতি সেরে নিচ্ছিল। হঠাৎ এক ঝরে বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। যেই গেট দিয়ে লাল বেনারশি শাড়ি পরে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা সেই গেট দিয়ে কাফনের সাদা কাপড়ে গায়েহলুদের দিনে কবরে যেতে হয়েছে তাকে।

বলছি হবিগঞ্জের মাধবপুরে এক মাদরাসাছাত্রীর কথা। বিয়ের আগে গায়েহলুদের দিনে আকস্মিক মৃত্যু হয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার বাড়চান্দুরা গ্রামের রশিদ মিয়ার কন্যা সুইটি আক্তারের (২০) সঙ্গে শুক্রবার (১১ জুন) বিয়ে ঠিক ছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে স্বপন মিয়ার। বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।

কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করে সুইটি জ্বর, ঠান্ডা ও গলা ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নেওয়া হয় স্থানীয় তিতাস হসপিটালে। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালে। সেখানেও তার অবস্থা অবনতি ঘটলে আত্মীয়-স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।

সুইটির মৃত্যুর খবর বাড়িতে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই বিয়েবাড়ি বিষাদে পরিণত হয়। এমন দিনে সুইটির মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসী। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ হেলাল জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন