ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • গৃহবধূর আত্মহত্যা, গায়ে লিখে গেলো কারন

    গৃহবধূর আত্মহত্যা, গায়ে লিখে গেলো কারন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক সন্তানের জননী টুম্পার আত্মহত্যার জন্য নিজের শরীরে কলম দিয়ে অভিযুক্ত স্বামী, ভাসুর ও জা এর নাম লিখে রেখে গেছে টুম্পা। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে টুম্পার বড় বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত স্বামী স্বপন মন্ডলকে গ্রেপ্তার করেছে। 

    পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার এজাহারের বরাত দিয়ে জানান, মাদারীপুর জেলার ডাসার থানার নবগ্রাম এলাকার বাসিন্দা মৃত বঙ্কিম মন্ডলের ছেলে স্বপন মন্ডলের (৪২) সাথে ১১ বছর পূর্বে টুম্পার (৪০) বিয়ে হয়।

    বিয়ের পরে স্বামী, ভাসুর ও জাএর শারীরিক ও মানসিক নির্যাতনের কারনে ৭/৮বছর আগে স্বপন তার বাবার বাড়ি ছেড়ে স্ত্রী টুম্পাকে নিয়ে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামান্দেরআঁক গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করে।

     টুম্পা সরকারী রাস্তায় ও তার স্বামী স্বপন শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতো। তাদের ৮/৯ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। টুম্পার বড় বোন কল্পনা অধিকারী জানান, জমিজমা ও পারিবারিক সমস্যা সমাধানের জন্য গত ৮জুন সকালে টুম্পা তার স্বশুরবাড়ি নবগ্রাম গেলে সেখানে তার ভাসুর বিবেক মন্ডল ও জা রীতা রানী মন্ডল তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও মানষিক নির্যাতন করে বাড়ি থেকে টুম্পাকে বের করে দেয়। 

    স্বামী, ভাসুর ও জা এর নির্যাতন সইতে না পেরে মঙ্গলবার রাতেই টুম্পা নিজের ঘরে বিষপান করে আত্মহত্যা করে। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ টুম্পার লাশ খাটের উপর থেকে উদ্ধার করে বরিশাল ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিশু জানান, তিনি টুম্পার সুরতহাল রিপোর্ট তৈরী করার সময় টুম্পার মৃতদেহের হাটুর উপর অংশে কলম দিয়ে তার মৃত্যুর কারন ও মৃত্যুর জন্য তার নিজের পায়ের হাটুর উপর অংশে স্বামী স্বপন মন্ডল, ভাসুর বিবেক মন্ডল ও বিবেকের স্ত্রী রীতা মন্ডলের নাম লিখে রেখে যায়। 

    এছাড়াও টুম্পাকে তার মায়ের শশ্মনের কাছে সৎকার করার আকুতি রেখে যায়। নিজের শরীরে মৃত্যুর কারন ও দায়ী ব্যাক্তিদের নাম দেখে টুম্পার বড় বোন কল্পনা অধিকারী বাদী হয়ে টুম্পার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে উলে­খিত তিন জনকে আসামী করে মামলা দায়ের করেন, যার নং-৬ । ওই মামলায় প্রধান অভিযুক্ত টুম্পার স্বামী স্বপন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ