ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

বরিশালে শেখ হাসিনা’র কারামুক্ত দিবস পালন

বরিশালে শেখ হাসিনা’র কারামুক্ত দিবস পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারামুক্তি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে।

 

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আনিছ তালুকদার, নজরুল ইসলাম, নাছির উদ্দিন বাবুল প্রমুখ।

 

এসময় নেতৃবৃন্দ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আল্লাহ্’র অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে গেছেন। তিনি আছেন বলেই এক সময়ের তলাবিহীন বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।

 

তারা বলেন, ‘খুনিরা ভেবে ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণ হতে দেননি। তারা ভাবতেও পারেনি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এতোটা শক্তিশালী হবে এবং দেশ এগিয়ে যাবে।

 

এ কারণেই সেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, যারা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তারাই দেশের মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। এমনকি পরবর্তীতে তাঁকে কারাগারে আটকে রেখে দেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। সেই সকল ষড়যন্ত্র ভেঙে দিয়ে আজ আওয়ামী লীগ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

 

বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘নিজেদের মধ্যে কোন বিরোধ নয়। আমরা বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ পূর্বের থেকে অনেক শক্তিশালী। ভবিষ্যতেও আরও শক্তিশালী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি সরকারে চলমান উন্নয়নের ধারাবাহিকতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ