শেখ হাসিনার কারামুক্তির মাধ্যমে ফকরউদ্দিন-মঈনউদ্দিনের পতন হয়েছে-পংকজ নাথ


১১ জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রাতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার কারামুক্তির মাধ্যমে ফকরউদ্দিন-মঈনউদ্দিনের পতন হয়েছে। ওয়ান ইলেভেনের কুশলিরা বাংলাদেশকে একটি তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। ১৫ ই জুলাই আপোষহীন নেত্রী শেখ হাসিনাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে ১১ মাস আটকে রেখেছিলেন।
তৃনমূল নেতাকর্মীদের আন্দোলনের মুখে মঈনউদ্দিন-ফকরউদ্দিনরা গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ উদ্ধার করা হয়।
এসময় সাংসদ পংকজ নাথ জনগণের কল্যাণে শেখ হাসিনার ত্যাগের শ্রদ্ধা জ্ঞাপন করে তার দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সুভাষ চন্দ্র সরকার, সহিদ শাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, কোষাধ্যক্ষ আজম মুন্সি, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, মুশফিকুর রহমান নিউটন, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমবি
