ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ নয় এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে
  • মা হতে চলেছেন ইলিয়েনা, নেট–জনতার প্রশ্ন বাবা কে?

    মা হতে চলেছেন ইলিয়েনা, নেট–জনতার প্রশ্ন বাবা কে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা ইলিয়েনা ডি’ক্রুজা মা হতে চলেছেন। আজ মঙ্গলবার সাতসকালে তিনি নিজে এ সুখবর সবার সঙ্গে ভাগ করেছেন। তাঁর এই পোস্টকে ঘিরে নেট–পাড়ায় হুলুস্থুল পড়ে গেছে।

    বড় পর্দা থেকে দূরত্ব রেখেছেন ইলিয়েনা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় তিনি। আজ সকালে ইলিয়েনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। এই পোস্টে বোঝা গেছে যে তিনি অন্তঃসত্ত্বা। ইলিয়েনা তাঁর প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।

    দুটি ছবির প্রথমটিতে বাচ্চার বডিশুটের ছবি দেখা গেছে। বডিশুটের এই ছবির একটির ওপরে লেখা আছে, ‘অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে।’ 

    আর দ্বিতীয় ছবিতে ‘মামা’ লেখা লকেটসহ গলার হার দেখা যাচ্ছে। ছবি দুটি পোস্ট করে ইলিয়েনা লিখেছেন, ‘শিগগিরই আসতে চলেছে। ছোট্ট সোনা, তোমার সঙ্গে দেখা করার জন্য আমার আর তর সইছে না।’

    ইলিয়েনার এই পোস্ট দেখে তাঁর অনুরাগীরা খুশি। অনেকে তাঁকে নেট–দুনিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। 

    তবে ইলিয়েনার মাতৃত্ব নিয়ে অনেকে আবার প্রশ্ন তুলেছেন। কারণ, এই বলিউড নায়িকা বিবাহিত নন। আর তাই নেট–জনতারা তাঁর হবু সন্তানের বাবাকে নিয়ে নানান প্রশ্ন করছেন। একজন তো ইলিয়েনার এই পোস্টে লিখেছেন, ‘বিয়ে কবে হলো?’ আবার আরেকজন লিখেছেন, ‘আপনি বিবাহিত নাকি! বাচ্চার বাবা কে?’

    ইলিয়েনার এই পোস্টে পুরোপুরি পরিষ্কার নয় যে তিনিই মা হতে চলেছেন। যদিও এই বলিউড তারকার মায়ের একটি কমেন্ট স্পষ্ট করছে যে তিনি সত্যি সত্যি মা হতে চলেছেন। 

    ইলিয়েনার মা লিখেছেন, ‘এই দুনিয়াতে তোমাকে স্বাগত জানাই আমার নতুন গ্র্যান্ড বেবি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’

    দীর্ঘদিন আগে গুঞ্জন ছিল যে ইলিয়েনা অস্ট্রেলিয়ান চিত্রগ্রাহক অ্যান্ড্রু নিবোনের সঙ্গে প্রেমে ভাসছেন। এমনকি এমনও শোনা গেছে, তাঁরা সাত পাকে বাঁধা পড়েছেন। তবে ২০১৯ সালে তাঁদের মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। 

    এরপর বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের ভাই সেবেস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে ইলিয়েনা প্রেম করছেন। তবে তাঁরা তাঁদের সম্পর্কের ব্যাপারে কোনো দিন মুখ খোলেননি।

    ইলিয়েনাকে শেষবার অভিষেক বচ্চনের সঙ্গে ‘দ্য বিগ বুল’-এ দেখা গিয়েছিল। এই ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছিল। কিছুদিন আগেই রণদীপ হুদার সঙ্গে তিনি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’-র শুটিং সম্পূর্ণ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ