ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news

করোনায় সবচেয়ে কম মৃত্যুহার ছিল বাংলাদেশে : স্বাস্থ্যমন্ত্রী

করোনায় সবচেয়ে কম মৃত্যুহার ছিল বাংলাদেশে : স্বাস্থ্যমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতের বাজেট ছিল ৬ হাজার কোটি টাকা। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে যা ৪০ হাজার কোটি টাকা। 

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, 'স্বাস্থ্য খাতসহ দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন, আর বসে বসে বিরোধীরা তার সমালোচনা করছেন।'

তিনি আরো বলেন, 'বিরোধীরা করোনার ভ্যাকসিনকে গঙ্গার জল বলেছিলেন। অথচ তারাই সবার আগে ভ্যাকসিন নিয়েছিলেন। সঠিক পরিকল্পনার কারণে করোনায় বিশ্বের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম ছিল বাংলাদেশে।'

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য দেন ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ফরিদ হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বাস্থ্য শিক্ষা শাখার সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক আহমেদুল কবীর।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন