প্রধানমন্ত্রী চান শিক্ষাটা সবদিক থেকেই প্রসারিত হোক- পানিসম্পদ প্রতিমন্ত্রী


পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম- এমপি বলেছেন, ‘মাদ্রাসা, সাধারণ শিক্ষা ব্যবস্থাসহ সকল শিক্ষাব্যবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর একই ধরনের নজর রয়েছে। প্রধানমন্ত্রী চান বাংলাদেশে শিক্ষাটা সবদিক থেকেই প্রসারিত হোক। আমাদের দেশের ছেলে-মেয়েরা শিক্ষিত হোক এবং দেশে বিদেশে সুনাম অর্জন করুক।
রোববার বরিশাল সদর উপজেলার ইশাতুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসার চার তলা ভীত বিশিষ্ট তিন তলা একাডেমিক ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এর আগে রাজধানী ঢাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
এসময় বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনীবুর রহমানসহ মাদ্রাসা শিক্ষক ও দলীয় নেতৃবৃন্দ।
এসময় তিনি আরও বলেন, ‘বিগত ১০ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের পথে আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ‘বিগত ১০ বছরেই কিন্তু বাংলাদেশের উন্নয়ন হয়েছে। দশ বছর আগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গ্রামে-গঞ্জে স্কুল-মাদ্রাসা খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। গত বছরও আমরা বেশ কয়েকটা মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, এবছরও করবো।
উল্লেখ্য, ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে তিন তলা ভবনটি নির্মাণ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ ভবন নির্মাণ প্রকল্পের মধ্যে অবকাঠামো ছাড়াও রয়েছে বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও বৈদ্যুতিক কাজ। আগামী ১৮ মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্নের জন্য কার্যাদেশ দেয়া হয়েছে মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে।
এমবি
