ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দুর্গাসাগর দীঘিতে বড়শিতে ধরা পড়ল বিশালাকৃতির কাতল 

দুর্গাসাগর দীঘিতে বড়শিতে ধরা পড়ল বিশালাকৃতির কাতল 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির একটি কাতল মাছ সৌখিন মৎস্য শিকারীদের বড়শিতে ধরা পড়েছে।  
মাছটির ওজন ৩০ কেজির ‍ঊর্ধ্বে বলে ধারণা করা হচ্ছে।


সৌখিন মৎস্য শিকারী সোহেল জমাদ্দার জানান, বাবুগঞ্জ উপজেলার ‍অন্তর্গত দুর্গাসাগর দীঘিতে  টিকেট কিনে মাছ শিকারে অংশগ্রহণ করেন তারা কয়েকজন। দীঘির উত্তর প্রান্তে তারা মাচা (কাঠের পাটাতন) পেতেছিলেন।


রোববার প্রথম দিনে বিকেল সাড়ে ৫ টার দিকে আনুমানিক ৩০-৩৩ কেজি ওজনের ওই কাতল মাছটি তার বড়শিতে বাধে। 

প্রায় ৮ ঘণ্টা অর্থাৎ রাত দেড়টার দিকে দীঘির দক্ষিণ প্রান্ত থেকে বিশালাকৃতির কাতল মাছটি তুলতে সক্ষম হন তারা। 
 
তিনি বলেন, মাছটি বড়শিতে বাধার পর থেকেই পুরো দীঘি এলাকায় বেশ হৈ-চৈ লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তোলার পর মাছটি দেখে আনন্দ ধরে রাখার উপায় ছিলো না।

তিনি বলেন, মাছটির ওজন অন্তত ৩৩ কেজি হবে বলে অনুমান করছেন তারা।

 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন