কান কেটে আ.লীগ নেত্রীর দুল ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিহাইর গ্রামে ছিনতাইয়ের শিকার হয়েছেন জাহেরা বেগম (৪৫) নামে এক মহিলা আওয়ামী লীগ নেত্রী। ছিনতাইকারীরা ওই নেত্রীর কানের লতি কেটে দেয় ও ঊরুতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার কাছ থেকে কানের দুল, নেকলেস, বালা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
আহত মহিলা আওয়ামী লীগের ওই নেত্রী ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। জাহেরা বেগম তালশহর (পূর্ব) ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি।
আহত জাহেরা বেগম সাংবাদিকদের জানান, রবিবার বিকেলে তিনি সদর উপজেলা সমাজসেবা অফিস থেকে বের হওয়ার পর এক যুবক ফোন করেন। এ সময় ওই যুবক জানান সমাজসেবা অফিসের কর্মরত একজন তাকে বাড়ি পৌঁছে দিতে বলেছেন। ওই যুবক তার সঙ্গেই অটোরিকশায় ওঠেন। এ সময় চালকের সঙ্গেও আরেকটি ছেলে বসে ছিলেন। অটোরিকশাটি বিহাইর যাওয়ার পর সঙ্গে বসা যুবক তাকে ঝাপটে ধরেন। নীরব জায়গায় অটোরিকশাটি দাঁড় করিয়ে চালকসহ দুই যুবক ছুরি ধরেন। একপর্যায়ে উরুতে আঘাত করার পাশাপাশি কানের লতি কেটে দুল নিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমবি
