ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ নয় এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে
  • বৃদ্ধের নগ্ন ছবি ফাঁসের হুমকি, গ্রেপ্তার অভিনেত্রী

    বৃদ্ধের নগ্ন ছবি ফাঁসের হুমকি, গ্রেপ্তার অভিনেত্রী
    নিত্যা শশী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক ৭৫ বছর বয়সী বৃদ্ধর নগ্ন ছবি ফাঁসের হুমকি এবং ১১ লাখ রুপি প্রতারণার অভিযোগ উঠেছে মালায়ালাম টিভি অভিনেত্রী নিত্যা শশীর নামে। এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

    পুলিশের বরাত দিয়ে ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট জানিয়েছে, অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাড়িভাড়া খুঁজতে গিয়ে অভিনেত্রী নিত্যার সঙ্গে পরিচয় হয়। নিত্যা কেরালার মালায়ালপুঝার বাসিন্দা। এ ঘটনায় অভিনেত্রীর বন্ধু বিনুকেও গ্রেপ্তার করা হয়েছে; তিরুবন্তপুরমের কালাকোড়ের বাসিন্দা তিনি।

    মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিত্যা ওই বৃদ্ধকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। একদিন ওই ব্যক্তিকে জোর করে তার পোশাক খুলতে বাধ্য করা হয়। তারপর নিত্যা ওই ব্যক্তির কাছে ২৫ লাখ রুপি দাবি করেন, না হলে নগ্ন ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

    পরে বাধ্য হয়ে ওই ব্যক্তি নিত্যা ও তার বন্ধু বিনুকে ১১ লাখ রুপি দেন। এরপরও ওই বৃদ্ধর কাছে অর্থ দাবি করেন নিত্যা। পরে বাধ্য হয়ে গত ১৮ জুলাই কেরালার পারাভুর থানায় মামলা করেন ওই বৃদ্ধ।

    অভিযুক্তদের ধরতে পুলিশের নির্দেশে ফাঁদ পাতা হয়। বাকি অর্থ দেওয়ার অজুহাতে অভিযুক্তকে বাড়িতে ডাকেন অভিযোগকারী ওই ব্যক্তি। পরে পারাভুর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের আদালতে তোলার পর তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

    ৪১ বছর বয়সী নিত্যা শশী একজন আইনজীবী ও অভিনেত্রী। জনপ্রিয় মালায়ালাম টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ