ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

না ফেরার দেশে মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার

না ফেরার দেশে মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ন-সচিব মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার (৮২) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে সোমবার বিকেলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতী নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 মঙ্গলবার সকালে সাবেক যুগ্ন-সচিব মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন করা হয়। মরহুমের জানাজার নামাজ শেষে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন