বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষায় শতভাগ উপস্থিতি

অনলাইনে মিডটার্ম (ইন্টার্নাল অ্যাসেসমেন্ট) পরীক্ষা নেয়া শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। করোনায় দীর্ঘদিনের অচলায়তন ভেঙে পরীক্ষা দিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে স্ব স্ব বিভাগের নির্ধারিত সময় অনুযায়ী অনলাইন প্লাটফর্ম জুমে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। তবে শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করলেও সশরীরের পরীক্ষা দেয়ার মতই কাগজ কলমে লিখে উত্তরপত্র জমা দিয়েছেন। পরীক্ষা শেষে উত্তরপত্রের ছবি তুলে পিডিএফ আকারে কোর্স শিক্ষকের কাছে অনলাইনে জমা দেয়ার জন্য সর্বোচ্চ ১৫ মিনিট সময় পেয়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন সবার ক্যামেরা অন রাখা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুব্রত কুমার দাস বলেন, ৩য় বর্ষের পরীক্ষা ছিল সেখানে ৪৫ জন স্টুডেন্ট এর মধ্যে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমাদের দুজন শিক্ষক এই পরীক্ষা অনলাইন প্লাটফর্ম জুমে মনিটরিং করেছেন। প্রশ্ন হয়েছে সৃজনশীল পদ্ধতিতে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমাদের বিভাগে আজ চারটি ব্যাচের মিডটার্ম পরীক্ষা অনলাইনে সম্পন্ন হয়েছে। শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা ওপেন বুক মেথডে যথাযথ নিয়ম মেনে পরীক্ষা দিয়েছে। বাকি ব্যাচের পরীক্ষা গুলোও রুটিন অনুযায়ী সম্পন্ন করা হবে।
এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনিকা তাছনিম বলেন, ” বিভাগ থেকে নিয়মিত অনলাইন ক্লাস হওয়ায় অনলাইন মাধ্যম ব্যবহারে পূর্ব থেকেই আমাদের ভালো ধারণা তৈরি হয়েছিলো। শতভাগ উপস্থিতিতে পরীক্ষা সফল ভাবে সম্পন্ন হয়েছে এবং কাউকেই কোনো ধরনের কারিগরি সমস্যার সম্মুখীন হতে হয়নি।”
কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আক্তার প্রিয়া বলেন, ”সকালে পরীক্ষা হয়েছে। সকলের উপস্থিতিতে পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি।”
উল্লেখ্য, গত ৯ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভায় ১৫ জুন থেকে অনলাইনে মিডটার্ম পরীক্ষা এবং ২৪ জুন থেকে স্থগিত পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এমবি