নগরীর খাল নিয়ে মাস্টার প্ল্যান, সাগরদী-চাঁদমারিতে উচ্ছেদ অভিযান শুরু
বরিশাল নগরীর মাঝ দিয়ে বয়ে গেছে ২৩ টি ছোট-বড় খাল। যে খালগুলোর বেশিরভাগই দীর্ঘদিন থেকে ময়লা-আবর্জনা ফেলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে দখলদারদের দৌরাত্ম্যে ও খননের অভাব নাব্য সংকটে এগুলো নালা হয়ে গেছে। এতে নগরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয় বর্ষা মৈসুমে। সম্প্রতি বরিশালের ঐতিহ্যবাহী সাগরদী খাল সৈন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে আর এতে অর্থায়ন করবে জার্মান ব্যাংক।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে সাগরদী খালের আশেপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছে বরিশাল সিটি কর্পেরেশন।
বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, সাগরদী খাল সৈন্দর্য বর্ধনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সাগরদী বাজারের পাশে টিন সেডের একটি সিমেন্টের দোকান এবং চাঁদমারী ইসলামী ব্যাংক হসপিটালের পাশে খাল সংলগ্ন একতলা একটি অবৈধ হোটেল উচ্ছেদ করা হয়েছে।
তিনি জানান, চাঁদমারী এলাকার জনৈক মানিক হোসেন কোন ধরনের নকশা অনুমোদন ছাড়াই একটি ভবন তৈরী করে সেহোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। যা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২(৪) ধারা (৫ম তফসিল) ও ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩(খ) ধারা মোতাবেক অপরাধমূলক কাজ।
অবৈধ স্থাপনাটি অপসারণের জন্য ভবন মালিককে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ প্রেরণ করা হলেও ভবন মালিক তার কোনো জবাব না দিয়ে এবং আইন উপেক্ষা করে অবৈধভাবে নির্মিত ভবনে হোটেল ব্যবসা পরিচালনা করছিলেন। সর্বশেষ এ ব্যাপারে চূড়ান্ত নোটিশ প্রদান করে আজ মঙ্গলবার পরিচালিত এক অভিযানে ওই অবৈধ ভবনটি উচ্ছেদ করা হয়।
অপরদিকে সাগরদী পুল সংলগ্ন এলাকার জনৈক মোঃ তুহিন একইভাবে কোন ধরনের নকশা ছাড়াই স্থাপনা নির্মাণ করে ইট, সিমেন্ট, রড ও বালুর ব্যবসা অবৈধভাবে পরিচালনা করে আসছিলেন। আজকের অভিযানে সেই ব্যবসাপ্রতিষ্ঠানটিকেও উচ্ছেদ করা হয়েছে।
কীর্তনখোলা নদীর তীর থেকে সাগরদী ব্রীজ পর্যন্ত দুই কিলোমিটার জুড়ে ওয়াকওয়ে, বৃক্ষরোপণ, তীর সংরক্ষণ ও খাল খনন করা হবে বলে তিনি জানান।
সাগরদীর স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আবু জাফর জানান, খালগুলো পরিষ্কার করা হচ্ছে, তাতে শুধু ওপর থেকেই পরিষ্কার দেখায়। কিন্তু খনন না করায় খালের নিচে বেশ পুরু একটা ময়লা-আবর্জনার স্তর পড়েছে। ফলে নতুন করে ময়লা ফেললে কয়েকদিনের মাথায় খাল ভরাট হয়ে যায়।
বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব এনায়েত হোসেন শিবলু বলেন, দীর্ঘদিন ধরেই আমরা খালগুলো উদ্ধার ও সংরক্ষণের দাবি করে আসছি। খাল উদ্ধারের ব্যাপারে অনেক সময় আমাদের দাবিগুলো প্রাধান্য পায় আবার পায় না। সাগরদী খাল নিয়ে ২০১০ সালে এবং ২০২০ সালে এটি মাস্টারপ্ল্যান হয়েছে। সর্বশেষ জার্মান ব্যাংক অর্থায়ন করেছে। বরিশাল সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনা করতে যে অর্থ দরকার হয় সেই অর্থ নেই। এজন্য রাষ্ট্রীয় অর্থায়ন দরকার।
এমবি