ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বানারীপাড়ায় মেম্বার প্রার্থীর প্রচারে বাধা, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ 

বানারীপাড়ায় মেম্বার প্রার্থীর প্রচারে বাধা, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির হোসেনের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন ও কেন্দ্র দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার সকালে উদয়কাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ এনে বরিশাল রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ( উপজেলা সমাজসেবা কর্মকর্তা) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

লিখিত অভিযোগে তিনি  প্রতিপক্ষ প্রার্থী ও তার সশস্ত্র বাহিনীর দ্বারা তার নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান, সশস্ত্র অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনের দিন (২১ জুন ) দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে কেন্দ্র দখলের পাঁয়তারার কথা উল্লেখ করেন। এছাড়া উদয়কাঠির তেতলা মধুরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণার দাবি করে তিনি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, তিনি ওই মেম্বার প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারকে দায়িত্ব দিয়েছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন