বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন লাইব্রেরীয়ান ড. ধীমান কুমার রায়


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লাইব্রেরীয়ান হিসেবে নিয়োগ পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রায়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি লাইব্রেরীয়ান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ মুহসিন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নবনিযুক্ত লাইব্রেরীয়ান সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রায় বলেন, লাইব্রেরী জ্ঞান অর্জনের অন্যতম একটি মাধ্যম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীকে সম্পূর্ণ নতুনভাবে সাজাবো। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে লাইব্রেরীকে ডিজিটালাইজেশন করব। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার জন্য একটি ভালোমানের জার্নাল তৈরির চেষ্টা করবো। সর্বোপরি লাইব্রেরীতে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ ও গুণগত মানোন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। আমি উপাচার্যের প্রতি কৃতজ্ঞ আমাকে দায়িত্ব দেয়ার জন্য।
এমবি
