ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ নয় এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে
  • আজ পরীমনির জন্মদিন

    আজ পরীমনির জন্মদিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ ২৪ অক্টোবর আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। এবার দিনটি ঘিরে কোনো ঝলমলে আয়োজন নেই। দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেছেন তিনি। পাশাপাশি নতুন নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার খবর দিচ্ছেন। বিচ্ছেদের পর নতুন করে জীবন সাজাচ্ছেন এই নায়িকা।

    পরীমনি প্রতিবারই ধুমধাম করে নিজের জন্মদিন উদ্‌যাপন করেন। পাঁচ তারকা হোটেল ভাড়া করে, বড় আয়োজনে ঢালিউডের কোনো নায়িকাকেই এভাবে জন্মদিন পালন করতে দেখা যায় না। প্রতিবারই নিত্যনতুন পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিদের চমকে দেন। জন্মদিনের বেশ আগে থেকেই ভক্ত-অনুরাগীদের আগ্রহ থাকে তাঁকে ঘিরে। কিন্তু এবার ব্যতিক্রম। আজ জন্মদিন ঘিরে এই নায়িকার কোনো উচ্ছ্বাস নেই।

     পরীমনি বলেন, ‘জন্মদিনটি আমার জন্য বরাবরই একটি বিশেষ দিন, আনন্দের দিন। প্রতিবারই আমি নানার হাত ধরে জন্মদিনের কেক কেটে আসছি। নানাই আমার বাবা, নানাই আমার মা, আমার সবকিছু। কিন্তু এবার নানা হাসপাতালে। তাঁর একটা ছোট্ট অস্ত্রোপচার হয়েছে। ১১ দিন ধরে হাসপাতালে। এক দিন পর আমার জন্মদিন। আর এই সময়ের মধ্যে নানা সুস্থ হয়ে জন্মদিনের উৎসবে যোগ দিতে পারবেন না। সুতরাং এই জন্মদিন জাঁকজমকভাবে করতে চাই না। বাসা ও শুটিং লোকেশনে হয়তো ঘরোয়াভাবে কেক কাটব। নানা সুস্থ হয়ে বাসায় ফেরার কিছুদিন পর সবার সঙ্গে ওই আনন্দটা ভাগাভাগি করতে চাই।’

    পরীমনি কাছে রাজ্য তাঁর এক পৃথিবী। রাজ্যকে নিয়ে তাঁর আবেগের শেষ নেই। তিনি বলেন, ‘এখন আমার আর কোনো চিন্তা নাই, প্যারা নেই। কারণ, আমার পাশে আমার সন্তান আছে, আমার  পৃথিবী আছে। ও যখন আমাকে স্পর্শ করে, ও যখন আমাকে চোখে–মুখে হাত দিয়ে আদর করে দেয়, এই অনুভূতির কোনো ভাষা হয়তো পৃথিবীতে তৈরি হয়নি, যেটি প্রকাশ করতে পারি।’

    পরীমনি জানালেন, এখন জীবনটা অনেক আনন্দের, আরামদায়ক মনে হয়। ‘এখন জীবনে কোনো অশান্তি নেই। সঙ্গে নানা আছে, রাজ্য আছে। আর কী চাই। আগে তো ঘুমানো, ঘুম থেকে ওঠা, কোনো কিছুই ঠিক ছিল না। রাতের বেলায় সোশ্যাল মিডিয়াতে অনেক সময় চলে যেতে। ঘুমের চৌদ্দটা বাজত। এখন রাতে জাস্ট পাঁচ মিনিটের জন্য ফেসবুকে থাকি। শুইলেই ঘুম চলে আসে। শান্তির ঘুম। শুটিং কল সাতটায় থাকলে ভোর পাঁচটায় উঠে যাই। বাচ্চার জন্য সবকিছু প্রস্তুত করে, ঠিক সময়ে বেরিয়ে পড়ি শুটিংয়ে। মাঝেমধ্যে আমি নিজেই ভাবি, আমি এক নতুন পরীমনি।’

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ