‘হামুন’ চলে গেলেও কাটেনি শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি


বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। এটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। তবুও দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূল অতিক্রম করায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের ৭ নম্বর বিপদসংকেত কমিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। আর শঙ্কা কেটে যাওয়ায় দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারে ঘূর্ণিঝড় হামুন আঘাত হানে। এর তাণ্ডবে অচল হয়ে পড়েছে জেলাটি। নেই বিদ্যুৎ, নেই মোবাইল নেটওয়ার্ক; একই সঙ্গে গাছ উপড়ে পড়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগও। এখন পর্যন্ত দেয়াল ও গাছচাপায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এমএন
