ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে : তারেক রহমান কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে বরখাস্ত এএসপি বরিশালসহ তিন বিভাগে ৬০ কিমি বেগে ঝড়, অতিবৃষ্টির শঙ্কা রাতের ভোটের আইডিয়া কার, ফাঁস করলেন সাবেক আইজিপি মামুন সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক লালমোহনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ ভোটার, বাদ পড়ছে ২১ লাখ বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণ জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ: বরগুনায় তিন মাস ধরে সংক্রমণ নিয়ন্ত্রণহীন
  • বিএনপির কার্যালয় এখন পুলিশের ‘ক্রাইম সিন’–এর নিয়ন্ত্রণে

     বিএনপির কার্যালয় এখন পুলিশের ‘ক্রাইম সিন’–এর নিয়ন্ত্রণে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা ফিতা টানিয়ে দিয়েছে পুলিশ। তাতে আরও লেখা আছে, ‘ডু নট ক্রস’।

    পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ক্রাইম সিন’ লিখে বেষ্টনী দিয়ে ঘিরে রাখার অর্থ হচ্ছে, ওই বেষ্টনী পেরিয়ে বিএনপি কার্যালয়ে কেউ প্রবেশ করতে বা বের হতে পারবে না। অপরাধ তদন্তের জন্য সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করছে। পুলিশের তদন্তকাজের এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিএনপি কার্যালয় কার্যত বন্ধ থাকবে।

    ‘ক্রাইম সিন’ লেখা বেষ্টনী ছাড়াও বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগানো রয়েছে।

    কিন্তু একটি রাজনৈতিক দলের কার্যালয়ে কেন ‘ক্রাইম সিন’ লেখা বেষ্টনী তৈরি করা হয়েছে, এ ব্যাপারে পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি আজ  বলেন, যেহেতু নয়াপল্টন ও আশপাশের এলাকায় গতকাল মহাসমাবেশে অরাজকতা হয়েছে, তাই পুরো অঞ্চলটিকেই ‘ক্রাইম সিন অঞ্চল’ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

    আজ সকাল ১০টার দিকে বেষ্টনী দেওয়া অংশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করতে দেখা গেছে।

    গতকাল শনিবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, হামলার ঘটনায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল একজন পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। এর প্রতিবাদে বিএনপি আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

    তবে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কার্যালয়ের সামনে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    সকাল আটটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিএনপি কার্যালয়ের আশপাশের মোড় ও বিভিন্ন গলির মুখেও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ