ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে : তারেক রহমান কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে বরখাস্ত এএসপি বরিশালসহ তিন বিভাগে ৬০ কিমি বেগে ঝড়, অতিবৃষ্টির শঙ্কা রাতের ভোটের আইডিয়া কার, ফাঁস করলেন সাবেক আইজিপি মামুন সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক লালমোহনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ ভোটার, বাদ পড়ছে ২১ লাখ বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণ জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ: বরগুনায় তিন মাস ধরে সংক্রমণ নিয়ন্ত্রণহীন
  • দুদিনে সারাদেশে ৪৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস

    দুদিনে সারাদেশে ৪৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত দুইদিনে সারাদেশে মোট ৪৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ২৮ অক্টোবর দুপুর ১টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ঢাকায় ঘটেছে ২৭টি অগ্নি সংযোগের ঘটনা।

    রোববার (২৯ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, শুধু রোববার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১৩টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৪টি ঢাকা সিটি করপোরেশন এলাকায় ঘটে।

    বিবৃতিতে জানানো হয়, সারাদেশে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৪১টি, রাজশাহীতে ১টি, খুলনা বিভাগে ২টি ও রংপুর বিভাগে ১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ ও ১টি সিএনজি পুড়ে গেছে। এছাড়াও পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে বলেও জানায় ফায়ার সার্ভিস।

    এদিকে, গতকাল ২৮ অক্টোবর বিকেলে দুর্বৃত্তরা ঢাকা মহানগরীর শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বলেও জানানো হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২ সদস্য আহত হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ