ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

Motobad news

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ জানিয়েছে  ইউরোপীয় ইউনিয়ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের জের ধরে দলটির নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার কথা বলেছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন। 

জোসেফ বোরেল লিখেছেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেফতারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘আমরা সবপক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন