ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

Motobad news

দেড় লাখ টন আলু আমদানির অনুমতি, এলো ২৭০০ টন

দেড় লাখ টন আলু আমদানির অনুমতি, এলো ২৭০০ টন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত সাত দিনে এক লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। অনুমতির বিপরীতে ২ হাজার ৭০০ টন আলু দেশে এসেছে।

সোমবার (৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলু আমদানির এ তথ্য জানানো হয়েছে।


দেশের বাজারে আলুর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এই কৃষিপণ্যটি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

চলতি বছরের শুরু থেকেই আলুর বাজার চড়া। এরমধ্যে বেশিভাগ সময় আলুর দাম প্রতি কেজি ৫০ টাকায় ছিল। যেখানে সাধারণ মানুষ ২০ থেকে ২৫ টাকায় আলু কিনতে অভ্যস্ত। তবে শেষ পর্যন্ত কয়েক দফা দাম বেড়ে খুচরা দোকানে আলু ৬০ টাকা পর্যন্ত উঠেছে।


এরমধ্যে গত ৩০ অক্টোবর আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ৩১ অক্টোবর হিমাগার থেকে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি করতে সারাদেশে জেলা প্রশাসকদের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।


এসব উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। আলুর দাম এখন কিছুটা কমতির দিকে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন