ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

Motobad news

অশ্লীল পোশাক–আশাক হয় না, অশ্লীল মানুষের আচরণ হয়:ইধিকা

অশ্লীল পোশাক–আশাক হয় না, অশ্লীল মানুষের আচরণ হয়:ইধিকা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশি সিনেমায় অশ্লীলতা ছড়ানোর জন্য খল অভিনেতা ডিপজলকে দায়ী করেন অনেকে। সংলাপ ও অঙ্গভঙ্গি ছিল আপত্তিকর, বলেন সমসাময়িক চলচ্চিত্র সমালোচকেরা। দর্শকেরা চলচ্চিত্রবিমুখ হয়ে পড়েন। সেই ডিপজল এখন আর চলচ্চিত্রে নিয়মিত নন। তবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় তাঁকে নিয়মিত দেখা যায়। চলচ্চিত্রের অনিয়মিত এই প্রযোজক ও অভিনয়শিল্পী সম্প্রতি ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইধিকার পোশাক-আশাক ছিল অশ্লীল।

বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান কলকাতার সিরিয়ালের অভিনয়শিল্পী ইধিকা পাল। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি মুক্তির পর বাংলাদেশ ও কলকাতার সবার কাছে তিনি প্রিয়তমা হয়ে ওঠেন। যেখানেই যান, তাঁকে সবাই প্রিয়তমা বলেই ডাকেন। ‘প্রিয়তমা’খ্যাত সেই অভিনেত্রীর পরিহিত পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেন। ডিপজল বলেছিলেন, ‘ইধিকা পাল যে ড্রেস পরছেন, ওই ড্রেস মানুষ পরেন না। আমার মনে হয়, উনি যে ড্রেস পরছেন, ওটা পরে ইন্ডিয়াতে থাকাটাই ভালো। আমাদের দেশে না আসা ভালো। আমাদের দেশে একটা লিমিটে কাজ হয়।’

সম্প্রতি বিশেষ কাজে ঢাকায় এসেছেন ইধিকা পাল। এই সময়ে তিনি কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে। সেখানে ডিপজলের প্রসঙ্গও আসে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইধিকা পাল বললেন, ‘তিনি (ডিপজল) তো বড় মাপের একজন মানুষ। তাঁকে নিয়ে আলাদাভাবে আমার কিছু বলার নেই। আমি তো ছোটখাটো একজন মানুষ, সদ্য ইন্ডাস্ট্রিতে আসা একটা মানুষ আমি। এত বড় মানুষকে তো আমার বলার কিছু নেই। তবে তাঁর কাছে একটা প্রশ্ন আছে আমার। আমার যত দূর ধারণা, তিনি বলেছেন যে আমি অশ্লীল পোশাক পরি। তাঁর কাছে আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?

’কথায় কথায় ইধিকা বললেন, ‘সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও এখন পর্যন্ত আমার করা কোনো কাজ পাওয়া যাবে না, যেখানে অশ্লীলতা আছে। আমি জানি না, তাঁর (ডিপজল) কেন এটা মনে হয়েছে। তো আমার ওই প্রশ্ন তাঁর কাছে করা। অশ্লীল কোনটা? আরেকটা কথা একটু ব্যক্তিগতভাবে বলতে চাইব, তিনি আমার থেকে অনেক বেশি সিনিয়র। প্রত্যাশা করিনি কোনো দিন এ ধরনের কথা বলতে পারেন। অশ্লীল পোশাক-আশাক হয় না, অশ্লীল মানুষের আচরণ হয়। পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ, আমার পোশাকটা নয়।’


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন