ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

Motobad news

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিগুলো একেবারেই অযৌক্তিক:শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিগুলো একেবারেই অযৌক্তিক:শিক্ষামন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নতুন শিক্ষাক্রম সংস্কার বা বাতিলের দাবিগুলো একেবারেই অযৌক্তিক মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আন্দোলনকারীদের বেশির ভাগই কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে নতুন শিক্ষাক্রম সংস্কার বা বাতিল ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন সংবাদ সম্মেলন করে। তারা বলে, নতুন কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। এমন বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনকারীদের কেউ কেউ নোট ও গাইড বই স্কুল পর্যায়ে গিয়ে বিক্রি করার সঙ্গে জড়িত এবং দুঃখজনক হলেও সত্য যে এর সঙ্গে কিছু কিছু শিক্ষকও জড়িত। তাই আন্দোলনকারীদের মূল উদ্দেশ্যই হলো কোচিং বাণিজ্য টিকিয়ে রাখা।

তিনি আরও বলেন, শিক্ষায় এত বড় একটি রূপান্তরের ক্ষেত্রে এক বছর বেশি সময় নয়। এতে অভিভাবকরা ধীরে ধীরে অভ্যস্ত হবেন এবং  শিক্ষকরাও ক্রমাগত প্রশিক্ষণ পাচ্ছেন।

তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমের বইগুলো এখনও পরীক্ষামূলক সংস্করণ চলছে। কারণ, ক্রমাগত আমরা এর পরিমার্জন পরিচালন করছি, কিন্তু সিস্টেম পরিবর্তন হবে না।’


দীপু মনি বলেন, বিগত ২০১৭-১৮ সালের অনেক গবেষণা ও সিদ্ধান্তের পর আজকের এই শিক্ষাক্রম এবং এই শিক্ষাক্রমের পুরোপুরি বাস্তবায়ন হবে আগামী ২০২৭ সাল পর্যন্ত। এর মধ্যে এই শিক্ষাক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।


শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোসা এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। এ সময় চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারি প্রমুখ উপস্থিত ছিলেন।

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন