উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান: পরী
ফেসবুকে এখন বেশ সরব পরী মণি। হাজির হন সন্তান রাজ্যকে নিয়ে। মাঝে মধ্যে পোস্ট দিয়ে তুলকালাম কাণ্ড ঘটানোর অতীত নজিরও আছে।
কখনও নামে কখনও নাম উল্লেখ না করেই সরগরম করে রাখেন সোশ্যাল দুনিয়াটা। তেমনই একটা পোস্ট এলো পরীর ব্যক্তিগত প্রোফাইল থেকে। যেখানে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’
যার উত্তর ফেসবুকেই দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। সেখানেও প্রত্যুত্তরে ছিলেন পরী। একজন লেখেন, খেলা শুরু! উত্তরে পরী লেখেন, শেষ সিন চলতেছে। গত সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদ করেছেন এ নায়িকা। শরীফুল রাজকে পাঠিয়েছেন তালাকনামা। এরপর একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এসেছে বিপত্তিও। তবে সেগুলো কাটিয়ে নিয়মিত হয়েছেন অভিনয়ে। তাই পরী কাকে নিয়ে এমন ঝাঁঝাল মন্তব্য করলেন, তা নিয়ে অনেকেই চিন্তিত। কারও মতে, পরী কথা বলেছেন নতুন কোনও ইস্যুতে।
এমএন