ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ নয় এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে
  • উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান: পরী

    উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান: পরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকে এখন বেশ সরব পরী মণি। হাজির হন সন্তান রাজ্যকে নিয়ে। মাঝে মধ্যে পোস্ট দিয়ে তুলকালাম কাণ্ড ঘটানোর অতীত নজিরও আছে।

    কখনও নামে কখনও নাম উল্লেখ না করেই সরগরম করে রাখেন সোশ্যাল দুনিয়াটা। তেমনই একটা পোস্ট এলো পরীর ব্যক্তিগত প্রোফাইল থেকে। যেখানে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

    যার উত্তর ফেসবুকেই দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। সেখানেও প্রত্যুত্তরে ছিলেন পরী। একজন লেখেন, খেলা শুরু! উত্তরে পরী লেখেন, শেষ সিন চলতেছে। গত সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদ করেছেন এ নায়িকা। শরীফুল রাজকে পাঠিয়েছেন তালাকনামা। এরপর একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এসেছে বিপত্তিও। তবে সেগুলো কাটিয়ে নিয়মিত হয়েছেন অভিনয়ে। তাই পরী কাকে নিয়ে এমন ঝাঁঝাল মন্তব্য করলেন, তা নিয়ে অনেকেই চিন্তিত। কারও মতে, পরী কথা বলেছেন নতুন কোনও ইস্যুতে। 


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ