ঢাকা শনিবার, ২৬ জুলাই ২০২৫

Motobad news

দেশব্যাপী বিএনপির সপ্তম দফা অবরোধে চলছে, প্রভাব নেই সড়কে

দেশব্যাপী বিএনপির  সপ্তম দফা অবরোধে চলছে, প্রভাব নেই সড়কে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ দেখা গেছে। সায়েদাবাদ ও মহাখালী টার্মিনাল থেকেও ছাড়ছে দূরপাল্লার বাস।

আগের কয়েক দফা অবরোধ কর্মসূচিতে যান চলাচল কম থাকলেও এবারে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। রোববার বেলা বাড়ার সাথে সাথে সড়কে বাড়ছে যানবাহনের চাপও।

সকাল থেকে কোথাও বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে অবরোধ শুরুর আগে রাতে রাজধানীর উত্তরায়, বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এদিকে, নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সারাদেশে মোতায়েন করা হয়েছে ২৩০ প্লাটুন বিজিবি সদস্য। রোববার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি দায়িত্ব পালন করছে।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা রাজনৈতিক দল ও জোট ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে। বরিশালে রোববার সকাল থেকে অভ্যন্তরীণ বাস ও লঞ্চ চলা স্বাভাবিক থাকলেও, দূরপাল্লার বাসে যাত্রী সংখ্যা কম দেখা যায়। 

 হরতালের সমর্থনে চট্টগ্রামে রোববার সকালে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করে। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও ময়মনসিংহগামী তিনটি আন্তঃনগর ও দুইটি লোকাল ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়। 

 অবরোধের সমর্থনে রবিবার সকাল সাড়ে ৮ টায় নোয়াখালীর চৌমুহনীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। নাশকতার অভিযোগে বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ শাহজাহানসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বগুড়ায় সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করে অবরোধকারীরা। রোববার সকাল ৯ টায় পূর্বধলা সড়কের ডেওটুকুন বাজারে ঝটিকা মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বধলা উপজেলা শাখার নেতাকর্মীরা। দূরপাল্লাসহ অভ্যন্তরিণ রুটের যান চলাচল স্বাভাবিক ছিল। সময়মতো ছেড়ে যায় ঢাকামুখী আন্তঃনগর ট্রেন। 

 গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মিছিল করে সকালে। এ সময়ে তারা সড়কে আগুন ধরিয়ে দেয়।  

 এদিকে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। আরিচা ও পাটুরিয়া ফেরিঘাটেও গণপরিবহন ছেড়ে যায় স্বাভাবিক ভাবে। 

শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আপনি আমি-আমরা একা নই। সবার অংশগ্রহণে একদফার আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত হবে। মনে রাখবেন, দেশের গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের গণতান্ত্রিক শক্তিও আর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন দেখতে চায় না। সরকারের পতন হবেই।

অপরদিকে এক প্রেস বিবৃতিতে দেশবাসীকে কর্মসূচি সফলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

পৃথক বিবৃতিতে দেশে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ সফলে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকার ভয়ে দিশাহারা।

এক বিবৃতিতে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এছাড়াও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর থেকে দেশব্যাপী দু’দফা হরতাল ও ছয় দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনাদলগুলো।

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন