ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না : ইসি আনিছুর


নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ‘আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দেব। ভোট আমরা ভালো বললে হবে না, বহিঃর্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এবার বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।’ আজ বুধবার দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
ইসি আনিছুর আরো বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে।
অপেক্ষা করুন। কোনো সন্দেহ নেই, ভোট নিরপেক্ষ হবে।’ এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভালো ভোট যদি আপনারা না করেন তাহলে আপনি হয়ত এমপি হবেন, সরকার গঠন করতে পারেন।
কিন্তু ক্ষমতা পেয়ে কিছু করতে পারবেন না। কেননা বহির্বিশ্ব যদি আমাদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে তাহলে আমরা কিন্তু কেউ সুখে থাকব না।’
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত জানিয়ে ইসি আনিছুর বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী, বিজিবিসহ সকল বাহিনী মাঠে থাকবে। সব জায়গায় নিরাপত্তা দেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেটও তাদের সঙ্গে থাকবেন।
পুলিশের পাশাপাশি এবার আনসার ব্যাটালিয়নও থাকবে। সবমিলিয়ে সারা দেশে ৭ লক্ষাধিক ফোর্স ভোটের মাঠে কাজ করবে।’
এইচকেআর
