ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

ভোলার গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রিডে

ভোলার গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রিডে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সঞ্চালন লাইন না থাকায় দ্বীপজেলা ভোলা থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে আনা যাচ্ছিল না। তবে এই গ্যাস সিএনজিতে (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) রূপান্তর করে তিতাস গ্যাসের বিতরণ এলাকার শিল্পে সরাসরি সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। আজ এই কার্যক্রমের উদ্বোধন করা হলো।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো ভোলা থেকে ঢাকায় পাইপলাইনবিহীন গ্যাস সরবরাহ শুরু হলো।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা জানান, ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এমন একটি দ্বীপ জেলা, যার চারদিকেই পানি। বাপেক্সের তথ্যমতে ভোলায় রয়েছে অপার সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র। ভোলার শাহাবাজপুর গ্যাসক্ষেত্রে দৈনিক উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১৪০ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস, যা প্রায় ২৫ বছর সরবরাহ করা যাবে। বাপেক্সের গ্যাসক্ষেত্রগুলোতে গ্যাস মজুতের পরিমাণ এক দশমিক ৭৭২ ট্রিলিয়ন কিউবিক ফিট।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব নূরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন