চার মরদেহের ময়নাতদন্ত শেষ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর


রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় নিহত চারজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনএ টেস্টে শনাক্তের পর হস্তান্তর করা হবে মরদেহগুলো। তারা আরও জানিয়েছেন, ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া গেছে, চারজনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মর্গ সূত্রে এসব কথা জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনায় নিখোঁজ এলিনা, চন্দ্রিমা ও নাতাশা ইয়াসমিনের খোঁজ মেলেনি এখনো।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে শুক্রবার রাতে। রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ঘটনায় চার মরদেহ উদ্ধার করা হয় ট্রেন থেকে।
এইচকেআর
