মুলাদীতে বিদ্রোহী প্রার্থী ইউসুফ ইঞ্জিনিয়ারের বহিষ্কারে আ’লীগে স্বস্তি


মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইউসুফ আলীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকালে বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার ইউসুফ আলীকে বহিষ্কারের সংবাদে স্বস্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির জানান, কথিত ইঞ্জিনিয়ার ইউসুফ আলী আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেক ফায়দা নিয়েছেন। তিনি দলের অনেক ক্ষতি করেছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। ওই নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তিনি কবর খুঁড়ে আত্নহত্যার চেষ্টা চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিলেন।
ইউসুফ আলী উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ চেয়ে তা না পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুছসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করে তাদের সম্মান হানি করেছেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ইউসুফ আলী আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করতে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছেন বলেও অভিযোগ রয়েছে।
ওই নির্বাচনে ভুল তথ্য দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হলেও তিনি দেশের সর্ব্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে ব্যর্থ হয়েছেন। এধরনের নেতাকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবী জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এমবি
