ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের সরকারের দুর্বলতার কারণে সীমান্তে পুশইন হচ্ছে : ফয়জুল করীম ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা 
  • নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা এখনও পাইনি: মন্ত্রিপরিষদ সচিব

    নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা এখনও পাইনি: মন্ত্রিপরিষদ সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তবে কারা মন্ত্রী হবেন, সেই তালিকা এখনও আসেনি।


    মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    নিয়মানুযায়ী, নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন। আর এ সংক্রান্ত সাচিবিক সহায়তা দিয়ে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা জানেন গত ৭ জানুয়ারি নির্বাচন হয়েছে। আগামী কাল (বুধবার) সংসদ সদস্যরা শপথ নেবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি ১১ জানুয়ারি শপথ আয়োজনের জন্য, মন্ত্রিসভার সদস্যদের।

    তিনি বলেন, ‘ঐতিহ্যগতভাবে আমাদের এই শপথ অনুষ্ঠানটা বঙ্গভবনে হয়ে থাকে, এবছরও বঙ্গভবনে হবে। সন্ধ্যা ৭টার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ’

    কতজন শপথ নেবেন প্রশ্নে তিনি বলেন, এখনও চূড়ান্ত হয়নি। আমরা শপথের অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি।

    কী কী প্রস্তুতি- জানতে চাইলে তিনি বলেন, বঙ্গভবনের যেখানে শপথ হবে সেখানকার প্রস্তুতি, আমন্ত্রিতদের তালিকা তৈরি করতে হয়, বঙ্গভবনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি কোথায় অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানের জন্য কিছু কাগজপত্র তৈরি করতে হয় সেগুলোই করছি।

    যারা মন্ত্রী হবেন তাদের ফোন দেওয়া হচ্ছে কিনা বা তাদের বায়োডাটা পেয়েছেন কিনা- জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, আমরা ওই অংশটুকুর কাজ শুরু করিনি। নির্দেশনা পেলেই সে কাজ শুরু করবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ