ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বরিশাল অফিসার্স সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বরিশাল অফিসার্স সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দি বরিশাল অফিসার্স সমবায় সমিতি লি: ব্যবস্থাপনা কমিটির নির্বাচন (২০২১) এ জেলা জজ কোর্ট ইউনিট থেকে মো: নুরউদ্দিন খান সভাপতি এবং ডিসি অফিস  ইউনিট থেকে মো: গোলাম কাদের তানু সম্পাদক নির্বাচিত হয়েছেন । 

শুক্রবার বেলা ১০ টায় নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে । ভোট গণনাশেষে রাত সাড়ে ৮ টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। 

এতে জেলা জজ আদালত এর অবসরপ্রাপ্ত সেরেস্তাদার মো: নুরউদ্দিন খান ২৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই অফিসের অবসরপ্রাপ্ত রেকর্ড কিপার মো: মোফাজ্জেল হোসেন মিয়া পেয়েছেন ২২০ ভোট।

জেলা প্রশাসকের কার্যালয় এর লাইব্রেরিয়ান মো: গোলাম কাদরে তানু ২৯০ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই কার্যালয়ের অফিস সহকারী মো: আসাদুজ্জামান খান পেয়েছেন ১৮৪ ভোট।

অন্যান্যের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিসের অডিটর মো: শহীদুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয় ইউনিট থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মো: ফারুক হোসেন, মো: মামুন সিকদার এবং মো: মনিরুল ইসলাম আকন।  

জেলা জজ কোর্ট ইউনিট থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মো: হেদায়েতুন্নবী জাকির, মো: নিয়াজ নাসির এবং মো: আব্দুর রব সন্নামাত এবং অন্যান্য অফিস ইউনিট থেকে সিটিকর্পোরেশন এর সৈয়দ এনামুল হক, জেলা সমবায় অফিস এর মো: ওয়াদুদ খান এবং গণর্পূত বিভাগ, বরিশাল এর মো: আবুল বাসার  সদস্য নির্বাচিত হয়েছেন । 

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরিশাল জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক  মোহাম্মদ খোর্শেদ আলম এবং তার সহযোগী ছিলেন সদর উপজেলা সমবায় কার্যালয়ের মো: মাইনুল হোসেন খান ও  জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী গাজী আবদুর রহমান । 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন