বরিশাল অফিসার্স সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত


দি বরিশাল অফিসার্স সমবায় সমিতি লি: ব্যবস্থাপনা কমিটির নির্বাচন (২০২১) এ জেলা জজ কোর্ট ইউনিট থেকে মো: নুরউদ্দিন খান সভাপতি এবং ডিসি অফিস ইউনিট থেকে মো: গোলাম কাদের তানু সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
শুক্রবার বেলা ১০ টায় নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে । ভোট গণনাশেষে রাত সাড়ে ৮ টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
এতে জেলা জজ আদালত এর অবসরপ্রাপ্ত সেরেস্তাদার মো: নুরউদ্দিন খান ২৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই অফিসের অবসরপ্রাপ্ত রেকর্ড কিপার মো: মোফাজ্জেল হোসেন মিয়া পেয়েছেন ২২০ ভোট।
জেলা প্রশাসকের কার্যালয় এর লাইব্রেরিয়ান মো: গোলাম কাদরে তানু ২৯০ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই কার্যালয়ের অফিস সহকারী মো: আসাদুজ্জামান খান পেয়েছেন ১৮৪ ভোট।
অন্যান্যের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিসের অডিটর মো: শহীদুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয় ইউনিট থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মো: ফারুক হোসেন, মো: মামুন সিকদার এবং মো: মনিরুল ইসলাম আকন।
জেলা জজ কোর্ট ইউনিট থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মো: হেদায়েতুন্নবী জাকির, মো: নিয়াজ নাসির এবং মো: আব্দুর রব সন্নামাত এবং অন্যান্য অফিস ইউনিট থেকে সিটিকর্পোরেশন এর সৈয়দ এনামুল হক, জেলা সমবায় অফিস এর মো: ওয়াদুদ খান এবং গণর্পূত বিভাগ, বরিশাল এর মো: আবুল বাসার সদস্য নির্বাচিত হয়েছেন ।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরিশাল জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মোহাম্মদ খোর্শেদ আলম এবং তার সহযোগী ছিলেন সদর উপজেলা সমবায় কার্যালয়ের মো: মাইনুল হোসেন খান ও জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী গাজী আবদুর রহমান ।
এমবি
