মুজিববর্ষ উপলক্ষে ঘর-জমি পেল ২১৭ ভূমিহীন পরিবার


মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর এবং জমি প্রদান করা হয়েছে। আজ রোববার (২০ জুন) এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১০ টায় গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রকল্পের ২য় ধাপে বরিশালের ২১৭ টি পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হয়।
এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমসহ মুক্তিযোদ্ধা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে বরিশাল সদরে ১০০টি, বাকেরগঞ্জে ৫০টি, বাবুগঞ্জে ১০, উজিরপুরে ২৫, মুলাদীতে ৫০, মেহেন্দিগঞ্জে ৬৫টি, হিজলায় ৫৯, গৌরনদীতে ২০টি, আগৈলঝাড়ায় ১৫ এবং বানারীপাড়ায় ১৫৫ টি ঘর রয়েছে। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট।
প্রধানমন্ত্রীর ঘোষণা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষে জমিসহ এই ঘর প্রদান করা হয়। ঘরের পাশে সবজি চাষসহ আয় বর্ধক নানা সুযোগ সুবিধাও রয়েছে।
প্রসংগত, সরকারী অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায় বরিশাল জেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৫শ’ ৫৬টি পরিবারকে জমি সহ নতুন নির্মিত গৃহ দিয়েছে সরকার।
এর মধ্য জেলার উপজেলাওয়ারী বরিশাল সদর ১৫৭ টি, বাকেরগঞ্জ ১২০ টি, মেহেন্দিগঞ্জ ২৫২ টি, উজিরপুর ৭০ টি, বানারীপাড়া ২০০ টি, গৌরনদী ২০০ টি, মুলাদী ৩০০ টি, বাবুগঞ্জ ১৭০ টি, হিজলা ৫১ টি, আগৈলঝাড়া ৩৬ টিসহ মোট ১৫৫৬ টি ঘর উপকারভোগীর নিকট হস্তান্তর করা হয়েছে।
এইচকেআর
