কবি বেগম সুফিয়া কামাল এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নারী জাগরণের অন্যতম পথিকৃত মহিয়সী নারী কবি বেগম সুফিয়া কামাল এর ১১০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আইসিডিএ’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২০ জুন) নগরীর ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনের আইসিডিএ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইসিডিএ’র নির্বাহী পরিচালক সালমা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ নারী নেত্রী রাবেয়া খাতুন।
আলোচনায় অংশ নেন বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিএনডিএন’র সভাপতি আইসিডিএ’র প্রধান উপদেষ্টা আণোয়ার জাহিদ, অধ্যাপিকা শিবানী চৌধুরি, উন্নয়ন সংগঠক ম্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, উন্নয়ন সংগঠক কাজী নওশাদ রাসেল, লক্ষণ চন্দ্র মুনসী ও অর্পিতা সাহা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কবি বেগম সুফিয়া কামাল’র জীবন আদর্শ তুলে ধরে সকলকে নারী জাগরণের পথকে সমৃদ্ধ করার আহবান জানান।
বক্তারা প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার যে বার্তা জননী সাহসীকা কবি সুফিয়া কামাল রেখে গেছেন তা বিস্তরণের লক্ষ্যে সকলকে কাজ করারও আহবান জানান।
উল্লেখ্য, আলোচনা সভার শেষ পর্যায়ে দুজন সংগ্রামী নারীকে সামাজিকভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সবশেষে কবি বেগম সুফিয়া কামাল’র প্রতিকৃতিতে আলোক প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে উপস্থিত সকলে শ্রদ্ধা নিবেদন করেন।
এমবি
