ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মুজিববর্ষে মাথাগোঁজার ঠাঁই হলো দখিনের আরো ৭ হাজার পরিবারের

মুজিববর্ষে মাথাগোঁজার ঠাঁই হলো দখিনের আরো ৭ হাজার পরিবারের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় বরিশাল বিভাগে ভূমি ও গৃহহীনদের মাঝে সাত হাজার ঘর দেয়া হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় জমিসহ আধাপাকা ঘর পেয়েছে ৫৯৯টি পরিবার।

রোববার বেলা ১২টায় বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে দুই শতাংশ খাস জমিসহ ২ কক্ষের আধাপাকা একটি করে ঘরের কাগজপত্র তুলে দেন বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সরকারিভাবে জমি এবং ঘর পেয়ে খুশি ও আনন্দের কথা জানিয়েছেন ভূমিহীনরা। এসময় ভাড়া বাসায় অন্যের জমিতে থাকার বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা।

জমি ও ঘরের কাগজ বিতরণকালে অন্যান্যদের বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজি (উপ-মহাপরিদর্শক) এস.এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পূলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলার পূলিশ সুপার মো. মারুফ হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান প্রমুখ।

এর আগে সকাল ১০টায় মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকায় গণভবনে কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের জন্য সরকারিভাবে নির্মিত ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘প্রথম ধাপে বরিশাল বিভাগে ৬ হাজার ঘর বিতরণ করা হয়। যার মধ্যে বরিশাল জেলায় দেয়া হয়েছে এক হাজার ৫৭৫টি ঘর। এ নিয়ে বরিশাল বিভাগে সর্বমোট ১৩ হাজার ভূমি ও গৃহহীন পরিবার স্থায়ীভাবে পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই।

২৯৪ বর্গফুটের প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি বারান্দা, একটি বাথরুম ও একটি রান্নাঘর রয়েছে। দুই শতাংশ খাস জমির ওপর ঘরগুলো নির্মাণ করা হয়। ঘরের সামনে সবজি এবং হাঁস-মুরগী পালনের ব্যবস্থা রয়েছে।

এসব ঘরে বসবাসকারীদের সকল ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রকৃত ভূমি ও গৃহহীনদের মাঝে ঘরগুলো বিতরণ করা হয়। এমন ঘটনা বিশ্বে বিরল বলে উল্লেখ করেন তিনি।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন