ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বৃষ্টি ‍উপেক্ষা করে বিভাগের ১৭৩ ইউপিতে ভোট গ্রহণ শুরু

বৃষ্টি ‍উপেক্ষা করে বিভাগের ১৭৩ ইউপিতে ভোট গ্রহণ শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আজ ২১ জুন প্রথম ধাপে বরিশাল বিভাগের ৩৩টি উপজেলার মোট ১৭৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বৃষ্টি ‍উপেক্ষা করে ভোটকেন্দ্র গুলোতে জমায়েত হয়েছেন ভোটাররা। বিশেষ করে নারী ভোটারদের ‍উপস্থিতি ছিল চোখে পড়ার মত। 

গতকাল রোববার সকাল থেকে বিকালের মধ্যে বিভাগের অস্থায়ী এবং স্থায়ী মিলিয়ে মোট এক হাজার ৬৪৩টি কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। 

অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন এবং বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান।

 
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘প্রথম ধাপে বরিশাল বিভাগের ১৭৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সংখ্যক ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৯৫ জন। এর মধ্যে ২৬টি ইউনিয়নে ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৮২৭ জন। যার মধ্যে মাত্র সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাছাড়া সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ হাজার ৯৩১ জন। এর মধ্যে ৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


 
এদিকে, আজ সোমবারের নির্বাচনে চেয়ারম্যান এবং মেম্বারদের ভাগ্য নির্ধারণ করবেন মোট ২৮ লক্ষ ৯৮ হাজার ৮৬৯ জন ভোটার। যার মধ্যে প‍ুরুষ ১৪ লক্ষ ৬৮ হাজার ৮৪৪ এবং নারী ভোটার ১৪ লক্ষ ৩০ হাজার ২৫ জন।

এদের ভোট গ্রহণের জন্য স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে মোট এক হাজার ৬৪৩টি ভোট কেন্দ্র এবং ৮ হাজার ৯৫৬ টি ভোট কক্ষ প্রস্তুত রয়েছে। এর মধ্যে অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪১০টি। ভোট কেন্দ্রে মোট এক হাজার ৬৩৩ জন প্রিজাইডিং, ৮ হাজার ৫৪৬ জন সহকারী প্রিজাইডিং, এবং ১৭ হাজার ৯২ জন পোলিং অফিসারকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। তাছাড়া আপদকালিন জরুরি ব্যবস্থার জন্য অতিরিক্ত ৮২ জন প্রিজাইডিং, ৪২৭ জন সহকারী প্রিজাইডিং, ৮৫৫ জন পোলিং অফিসার প্রস্তুত রাখা হয়েছে।


 
বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান জানিয়েছেন, ‘৩৩টি উপজেলার ১৭৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, প‍ুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকও রয়েছেন। প্রতিটি কেন্দ্রে একজন উপ-পরিদর্শক থাকবেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকবেন পরিদর্শকরাও। তাছাড়া রবিবার বিকাল থেকে নির্বাচনী এলাকায় চেক পোস্ট বসিয়ে যানবাহন চলাচল এবং বহিরাগত প্রবেশ ঠেকানো হচ্ছে।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন