ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ৩৫৫ পরিবার

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ৩৫৫ পরিবার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা ঘর পেল ৩৫৫ পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ২০০ পরিবার ও ২০ জুন রোববার দ্বিতীয় পর্যায়ে ১৫৫ পরিবারকে জমিসহ সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। আজ ২০ জুন রোববার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে  ৪৯২ টি উপজেলায় এক যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। 

সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার  উদ্বোধনের সঙ্গে সঙ্গে তার পক্ষ থেকে বানারীপাড়া উপজেলায়  আনুষ্ঠানিকভাবে জমি এবং গৃহ হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে  হস্তান্তর  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত শারমিন প্রমুখ।  

এছাড়াও অনুষ্ঠানে  সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও  উপকারভোগীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”  প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযক্রম চলমান রয়েছে। সে ধারাবাহিকতায় সরকারী অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায় বানারীপাড়া ২০০ টি এবং দ্বিতীয় পর্যায় ১৫৫ টি ঘর নির্মিত হয়েছে। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। 

এদিকে জমিসহ পাকা ঘর ‘স্বপ্নের ঠিকানা’ পেয়ে দারুন খুশি ও উচ্ছ্বসিত এ পরিবারগুলো। তারা প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন