ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

রমজানে নিত্যপণ্যর দাম সহনীয় রাখতে হবে: বিভাগীয় কমিশনার 

 রমজানে নিত্যপণ্যর দাম সহনীয় রাখতে হবে: বিভাগীয় কমিশনার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিভাগীয় কমিশনার শওকত আলী বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম ক্রেতাদের সহনীয় পর্যায়ে রাখতে হবে। অসাধু ব্যবসায়ীরা চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে যেন নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবৈধভাবে মজুদ করতে না পারে সেদিকে সার্বক্ষণিক নজর রাখতে হবে।

সোমবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। 

সভায় রেঞ্জ ডিআইজি জামিল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলীসহ র‌্যাব, আনসার ও ভিডিপি, নৌ পুলিশ, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ডের প্রতিনিধি এবং ছয় জেলার জেলা প্রশাসকরা অংশ নেন।

বিভাগীয় কমিশনার বলেন, রমজানের আগে প্রয়োজন হলে ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিময় করা যেতে পারে। 

তিনি ভোগ্যপণ্যের চাহিদার একটি তুলনাচিত্র তুলে ধরে বলেন, রমজানে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, খেজুর এবং ছোলার ব্যবহার পণ্যভেদে দ্বিগুণ থেকে বিশগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। 

ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে অবৈধ মজুদ এবং মূল্য বৃদ্ধি করতে না করতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সজাগ থেকে দায়িত্বপালন করতে হবে।

তিনি বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সকল নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সভায় সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া জুমআর নামাজের খুতবায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা অব্যাহত রাখা, জাটকা নিধনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

পরে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির সভাও অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন