ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইউপি নির্বাচন: চরফ্যাশনে ভোট নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১

ইউপি নির্বাচন: চরফ্যাশনে ভোট নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশনের একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে।

সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শশীভূষণ থানা এলাকার হাজারীগঞ্জ ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২৫)। তাৎক্ষণকিভাবে তার পরিচয় জানা যায়নি।

চরফ্যাশন সদর থানার ওসি মনির হোসেন মিয়া জানান, সংঘর্ষ ও গোলাগুলির পর এক যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন রয়েছে। গুলিতে তিনি নিহত হয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।

চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার সুমন বসাক জানিয়েছেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন