ঢাকা সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

Motobad news

বন্যপ্রাণী দিবস উপলক্ষে কুয়াকাটায় মানববন্ধন ও আলোচনা সভা

বন্যপ্রাণী দিবস উপলক্ষে কুয়াকাটায় মানববন্ধন ও আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

"পৃথিবর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। এ উপলক্ষে রবিবার বেলা ১১টার দিকে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে মানববন্ধন আনুষ্ঠিত হয়েছে। 

পরে ওয়াটারকিপার্স বাংলাদেশের কলাপাড়া উপজেলা সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নুর সভাপতিত্বে কুয়াকাটা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেস ক্লাব, আমরা কলাপাড়াবাসী, এনিমেল লাভার্স অব পটুয়াখালী, কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি যৌথভাবে এর আয়োজন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন পায়রা ডেভেলপমেন্টের ফাউন্ডেশন চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু, কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, সাংবাদিক জহিরুলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর সর্বত্র সঠিক প্রয়োগের আহবান জানান।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন