ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইউপি নির্বাচন: হিজলায় সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ইউপি নির্বাচন: হিজলায় সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নির্বাচনকে কেন্দ্র করে হিজলার মেমানিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ‍এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ 
করেছে পুলিশ। পাশাপাশি ৮ রাউন্ড ফাঁকা গুলি ছ‍ুড়েছে। ‍এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ সোমবার (২১ জুন) বেলা ১ টার দিকে ২ নং ওয়ার্ড খাদির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‍এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র ‍এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ২ নং ওয়ার্ড খাদির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকার প্রার্থী ড. অলি উদ্দিনের সাথে বাগ্বিতণ্ডা ঘটে ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী নাসির ‍উদ্দিনের। ‍এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ‍উভয় প্রার্থীর কর্মী সমর্থকরা। দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ‍এবং ‍ইটপাটকেল নিক্ষেপের ফলে ‍এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় লাঠিচার্জ করে পুলিশ। কিন্তু পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাওয়ায় ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন