ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
পুলিশের ফাঁকা গুলি

হিজলার হরিনাথপুরে নির্বাচনী সহিংসতায় আহত ১০

হিজলার হরিনাথপুরে নির্বাচনী সহিংসতায় আহত ১০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হিজলায় ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হরিনাথপুরে ‍এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছ‍ুড়েছে পুলিশ। ‍এসময় আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
 
পুলিশ সূত্র ‍এবং প্রত্যক্ষদর্শীরা জানান, হরিনাথপুর গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে গেলে স্থানীয়দের সাথে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এক আনসার ও এক পুলিশ সদস্য আহত হন। ‍এছাড়া আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাওয়ায় ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। 

এসময় ওই কেন্দ্রে ঘণ্টাখানেকের জন্য ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন