ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় আরও একজন নিহত

গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় আরও একজন নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলায় নির্বাচন পরবর্তী বিজয় মিছিলে কক‌টেল হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
এর আগে সকালে নির্বাচনী সহিংসতায় এই উপজেলায় মৌজে আলী মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এই নিয়ে এ পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় একদিনে একই উপজেলায় দুই জন নিহত হলেন।

সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

তিনি জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ঘটেছে এই ঘটনা। খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার পরপর ওই এলাকায় বিজয় মিছিল বের করেন বিজয়ী সদস্য টিউবওয়েল মার্কার গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা।

এ সময় পরাজিত প্রার্থী মোরগ মার্কার আরজ আলী সরদারের সমর্থকরা ওই মিছিলে ককটেল হামলা চালান। এতে আবু বক্কর মাথায় আঘাত পেয়ে গুরুতর ​আহত হন। পরে তাকে উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এই ঘটনায় আরও দুই জন আহত হন। এছাড়া নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেঞ্জ ডিআইজি


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন