ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি

নগদের পার্টনার হচ্ছে এশিয়ার শীর্ষ টেক কোম্পানি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম টেক বিলিয়নিয়র গোহ পেনং উই তার প্রতিষ্ঠিত সিলভারলেক গ্রুপের মাধ্যমে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের সঙ্গে পার্টনারশিপ করছেন। এটি দক্ষিণ এশিয়ায় সিলভারলেক গ্রুপের প্রথম পার্টনারশিপ কার্যক্রম হবে বলে নগদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ায় নিজের বাড়িতে নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুককে নৈশ ভোজের আমন্ত্রণ জানান সিলভারলেক গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোহ পেনং উই। নগদের গ্রাহকবান্ধব উদ্ভাবন, মাত্র পাঁচ বছরের মধ্যে ৯ কোটিরও বেশি গ্রাহক অর্জন এবং বিজনেস মডেল দেখে তিনি তার আগ্রহের কথা জানান। তাকে নগদে স্বাগত জানান তানভীর এ মিশুক।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৮৯ সালে যাত্রা করা সিলভারলেক গ্রুপের প্রযুক্তির ওপর নির্ভর করে বর্তমানে বিশ্বের শতাধিক দেশের চার শতাধিক ব্যাংক পরিচালিত হচ্ছে। সিঙ্গাপুরের প্রধানতম দুই ব্যাংক ইউনাইটেড ওভারসিজ ব্যাংক (ইউওবি) এবং ওভারসি-চাইনিজ ব্যাংকিং করপোরেশনসহ (ওসিবিসি) প্রায় সব ব্যাংক সিলভারলেক গ্রুপের প্রযুক্তির ওপর নির্ভরশীল। ইউরোপ, আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকা ও এশিয়ায় তাদের ব্যবসার কলেবর বিস্তৃত। প্রস্তুাব অনুসারে সিলভারলেক গ্রুপ তাদের আধুনিকতম ব্যাংকিং প্রযুক্তিগুলো ব্যবহারে নগদকে সুযোগ করে দেবে।

 

এ বিষয়ে তানভীর এ মিশুক বলেন, ‘এটি শুধু নগদের জন্য নয়, গোটা দেশের জন্য একটি সুখবর। কারণ এর মধ্যে বাংলাদেশের ব্যাংকিং খাতে আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।’

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন