ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শেবাচিমে অব্যবস্থাপনা নিয়ে গণপূর্ত বিভাগকে ঝাড়লেন মেয়র

শেবাচিমে অব্যবস্থাপনা নিয়ে গণপূর্ত বিভাগকে ঝাড়লেন মেয়র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সভা করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিকাল ৪টায় হাসপাতাল পরিচালক কার্যালয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল এর উপস্থিতিতে এই সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত ডিআইজি এহসানুল্লাহ, মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন, হাসপাতাল পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম বলেন, ‘সভায় মেয়র এবং বিভাগীয় কমিশনার মহোদয় হাসপাতালের সার্বিক সমস্যা এবং সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে দীর্ঘদিন পূর্বে আনা চারটি লিফটের মধ্যে দুটি স্থাপন করা হয়েছে। বাকি দুটি লিফট স্থাপনের বিষয়ে বার বার তাগাদা দেয়া সত্ত্বেও গণপূর্ত বিভাগ আজ না কাল বলে ঘোরাচ্ছে। এছাড়া করোনা ইউনিটের সিঁড়ির ভাঙা রয়েছে। সেটা মেরামত করে দেয়ার জন্য বহুবার চিঠি দেয়া হলেও গণপূর্ব বিভাগ ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে মেয়র এবং বিভাগীয় কমিশনার মহোদয় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ দুটি সমস্যা খুব দ্রুত সমাধানের জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।

পরিচালক আরও জানান, ‘করোনা ভবন ছাড়াও হাসপাতালের মূল ভবনের অধিকাংশ লিফট বন্ধ রয়েছে। এগুলো চালুর বিষয়ে জনবলের প্রয়োজন। যা গণপূর্ত বিভাগের দেয়ার কথা। একাধিকবার চিঠি দেয়া সত্যেও তারা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না।

আবার মূল হাসপাতাল ভবন আমরা ব্যবহার করলেও এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতাল ভবনের বিভিন্ন স্থানে ভাঙা, পলেস্তরা খসে পড়ছে। একটি সিঁড়ি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। হাসপাতাল অভ্যন্তরে রাস্তার সমস্যা, পানি এবং টয়লেটের সমস্যা, অনেক স্থানে বিদ্যুৎ নেই, এসি বিকলসহ নানা সমস্যায় জর্জড়িত হাসপাতাল। কিন্তু এগুলো সমাধানের বিষয়ে গণপূর্ত বিভাগের জোরালো কোন উদ্যোগ না থাকায় মেয়র এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয় ক্ষোভ প্রকাশ করেন।

 

তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য গণপূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাতে দ্রুত সমস্যা সমাধান করা হয় সে বিষয়ে ব্যবস্থা তারাই ব্যবস্থা নিবেন বলে আশ্বমবত করেন মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন