ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

সার আত্মসাতের মামলায় ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান কারাগারে

সার আত্মসাতের মামলায় ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান কারাগারে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কৃষকদের জন্য বরাদ্দের কৃষি প্রণোদনার সার ও বীজ আত্মসাত মামলায় ঝালকাঠির কাঁঠালিয়ার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. মিঠু সিকদারকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে ইউপি চেয়ারম্যান ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মো. রহিবুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

 
মামলা বিবরণে জানা যায়, খরিপ মৌসুমে উফসি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এ বছরের এপ্রিল মাসে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। 

উপজেলার ৩৭৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি  এমওপি সার বিতরণ করা হয়। আওরাবুনিয়া ইউনিয়নে ৬২৫ জন কৃষকের জন্য এই বরাদ্দ হয়। 

কিন্তু বিতরণের দুই মাস পর ৪ জুন দুপুরে আওরাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন অটোরিকশায় করে পরিষদের  গোডাউন থেকে সার ও বীজ গোপনে বিক্রির জন্য সরিয়ে নিচ্ছিলেন।

স্থানীয় লোকজন তা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন পরিষদের গোডাউনে অভিযান চালিয়ে ৬ বস্ত ব্রি-ধান জব্দ করেন। এর সূত্রধরে স্থানীয় সাতানী বাজারের দীপক হাওলাদারের বাড়ি থেকে ৪৮ ও ৯৮ জাতের ছয় বস্তা ব্রি-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেন।

ঘটনার পরদিন ৫ জুন কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম বাদী হয়ে সরকারি মাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন এবং যুবলীগ নেতা দীপক হাওলাদারকে আসামি করে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ