মনপুরায় বিএনপির সভাপতিকে বরণ


ভোলার মনপুরা উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন বাচ্চু চৌধুরী আমেরিকায় চিকিৎসা শেষে মনপুরায় আসেন।
শুক্রবার সকাল ১০টায় বিএনপির সভাপতিকে বরণ করতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি হাজার হাজার মানুষ হাজিরহাট মেঘনা পাড়ে জড়ো হন।
পরে নদীরপাড় থেকে মিছিল করে সভাপতিকে নিয়ে উপজেলার বিএনপির কার্যালয়ের সামনে নিয়ে আসে দলীয় নেতা-কর্মীরা। এই সময় দলীয় কার্যালয়ের সামনে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি যুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও ভোলা জেলা মহিলা দলের সহসভাপতি শামসুর নাহার মিনু চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, ঢাকা সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ উদ্দিন ও বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
এইচকেআর
