ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Motobad news

চরফ্যাশনে বাড়ি-ঘর দখলের অভিযোগ 

চরফ্যাশনে বাড়ি-ঘর দখলের অভিযোগ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশনে হামলা ভাঙচুর লুটপাট ও গাছগাছালি কেটে বাড়ি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

শুক্রবার সকালে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানান, গত ৫আগস্ট সাবেক সরকার প্রধান পদত্যাগ করে দেশ ত্যাগের পর উপজেলার জিন্নাগর ইউনিয়নের উত্তর চর মাদ্রাজ গ্রামের ৭নম্বর ওয়ার্ডে এ হামলা চালান একই এলাকার রুহুল আমিনের নেতৃত্বে আবুল কালাম (৬০), জাকির হোসেন (৪০) সহ প্রায় ১৫/২০জনের একটি সন্ত্রাসী দল। 

এসময় হামলাকারীরা শাহে আলম কাজির মোট ১একর ৬০ শতাংশ জমির সাজানো গোছানো দুইটি বাড়িতে হামলা চালিয়ে বাড়ির গাছগাছালি কেটে বাড়ির চার পাশে ইটের দেয়াল (বাউন্ডারি) ভেঙে মালামাল লুটপাট করে বসতঘর গুলো ভেঙে নিয়ে যায়।

এসময় ঘরে থাকা লোকজনকে প্রাণনাশের হুমকি দিলে পরিবারের লোকজন সব রেখে জীবন রক্ষা করতে অন্যত্র চলে যায়। হামলাকারীরা ১একর ৬০ শতাংশের দুইটি বাড়ি তাদের দখলে নেয়।

ভুক্তভোগী শাহে আলম কাজি জানান, ১৯৪২ সনে আমার বাবা মরহুম তোফাজ্জল হোসেন কাজি ক্রয়সুত্রে ১ একর ৬০ শতাংশ জমির মালিক হন। 

সেই থেকে প্রায় ৩০ বছর পর অভিযুক্ত রুহুল আমিন, আবুল কালাম, ও জাকির হোসেন আরো ৭/৮ জন একত্রিত হয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে আমাদের ক্রয়কৃত ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা করেন। 

পরে ১৯৯৮ সনে প্রধান অভিযুক্ত রুহুল আমিনসহ ৭/৮ জনকে আসামী করে রেকর্ড ভঙ্গের মামলা করি। আদালত আসামি পক্ষের আর এস ২৮৭, ২৮৮,ও এস এ ৪নম্বর ২৫৩ খতিয়ান ও ১২৯১ নম্বর দলিলসহ সকল কাগজপত্র যাচাই-বাছাই করে তা বাতিল করেন। 

কিন্তু অবৈধ অর্থের বিনিময়ে ২০১৭ সনে সম্পুর্ণ অবৈধ ভাবে তাদের পক্ষে রায় আশে। পরবর্তীতে রায়ের বিরুদ্ধে  ২০২১ সনে আমরা হাইকোর্টে আপিল করি। এবং হাইকোর্ট ওই জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন।

তিনি আরও জানান, আমাদের ক্রয়কৃত ভোগদখলীয় জমির মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড টানিয়েছে অভিযুক্তরা। 

এবিষয়ে অভিযুক্ত রুহুল আমিন জানান, দীর্ঘদিন আমাদের জমি জোরপূর্বক জবরদখলে রেখেছেন, তাই আমারা আমাদের জমি উদ্ধার করেছি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন