গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবি
আইন সংশোধন করে গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবারগুলো। নিখোঁজদের দ্রুত ফিরে পেতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরে মায়ের ডাক সংগঠন আয়োজিত আলোচনা সভায় এ দাবি তুলে ধরা হয়।
শেখ হাসিনা সরকারের শাসনামলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের চোখে মুখে শুধুই আক্ষেপ আর বেদনা। স্মৃতিচারণ করতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকাম্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক সংগঠনটি। এতে অংশ নেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। অংশ নেয়া প্রতিটি পরিবারের সদস্য তাদের স্বজন, প্রিয়জনকে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দ্রুত জড়িতদের বিচারের দাবি করেন তারা।
সভায় গুমের ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। আয়নাঘরসহ সব বন্দিশালারগুলো উন্মুক্ত করার দাবিও জানান তারা। ন্যায় বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চেয়েছেন মায়ের ডাক সংগঠনের নেতারা।
এইচকেআর