পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় জমি দখল
পটুয়াখালীতে করিম মৃধা কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রফেসর দেলোয়ার জাহান এবং গলাচিপা মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৯ সেপ্টম্বর এ অভিযোগ দায়ের করেন ফোরকান আহমেদ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ফোরকান অহমেদ (আমি), জসিম উদ্দিন, আমনিুল ইসলাম, নজির মৃধা, ঈমানুল ইসলাম, আ. জব্বার মৃধাসহ ১৩ জনের সমন্বয়ে ২০২৩ সালের ১৮ এপ্রিল ও ৩০ জুলাই সাব কবলা দলিলমুলে ১১.৫০ শতাংশ জমি ক্রয় করেন।
১লা আগষ্ট জমির চারপার্শ্বে ঘেরা দাতাদের পূর্বাক্ত বাউন্ডারি ওয়ালের কিছু ভাংগা অংশের কাজ করতে গেলে জাকির হোসেন ও দেলোয়ার জাহানারের নের্তৃত্বে স্থানীয় কতিপয় লোকজন বাধার সৃষ্টি করে।
৫ আগষ্ট সরকার পরির্তনের রাতে জাকির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের জমিতে থাকা টিনের ঘরসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এমনকি লুটের দৃশ্য পাশ্ববর্তী আনোয়ারা আ. লতিফ হাফিজিয়া মাদ্রাসার সিসিটিভি ফুটেজে রয়েছে বলে জানান। এ প্রেক্ষিতে উভয় পক্ষ দুইজন উকিলের সমন্বয়ে মীমাংসার জন্য এ্যাভোকেট মিলন চোধুরীর চেম্বারে হাজির হয়। দলিল পত্রাদি দেখে এ্যাভোকেট মিলন চোধুরী ও এ্যাভোকেট নাজমুল হক আইনি মতামত ফোরকান আহম্মেদ গং দের পক্ষে প্রদান করেন।
পরবর্তীতে ফোরকান আহম্মেদ গং চলতি বছরের ২৭ সেপ্টেম্বর বাউন্ডারি ওয়ালের কাজ করত গেলে জাকির হোসেন, দেলোয়ার জাহান, মাহবুব হোসেন, মাজদো বেগমসহ ১০-১২ জন লোক কাজে বাধার সৃষ্টি করে এবং হুমকি দেয়। এমনকি বিভিন্ন লোক মারফত টাকা-পয়সা দাবির বিষয়টি অভিযোগে উল্লেখ করেন। তাদের চাহিদা মত চাঁদা পরিশোধ করলে তারা আর বাধার সৃষ্টি করবে না বলে জানান ।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, জমির হোল্ডিং নাম্বার, বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাষণের সকল তথ্যাদি পটুয়াখালী পৌরসভা থেকে তাদের নামে প্রদান করা হয়েছে। জমিতে বহুতল ভবন নির্মাণের বিষয়টি অবগত হওয়ার পর জাকির গং চাঁদার জন্য উৎপাত শুরু করে। তারা কতিপয় সরকারি চাকুরিজীবি হওয়ায় জাকির গং চাঁদার জন্য এসব প্রতিবন্ধতা সৃষ্টি করতেছে।
বাদী ফোরকান আহম্মেদ জানান দলিল দাতাগণ ১৯৬৮ সাল থেকে বাউন্ডারি ওয়াল দিয়ে জমিতে ভোগ দখলে রয়েছেন । শুধুমাত্র চাঁদার টাকার জন্য বিভিন্নভাবে তাদের হয়রানি করা হচ্ছে । এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ,বাংলাদেশ সেনাবাহিনী ,পটুয়াখালীতেও অভিয়োগ দেয়া আছে। চাঁদাবাজির বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
এইচকেআর